সারাদেশ

বাঘের আতঙ্কে ঘুম নেই পঞ্চগড়বাসীর

  বাবুলুর রশিদ বাবুল 21 August 2020 , 8:17:30 প্রিন্ট সংস্করণ

বাঘের আতঙ্কে ঘুম নেই পঞ্চগড়বাসীর

পঞ্চগড় সদর উপজেলার মুহুরী জোত সহ আসে পাশের তিন গ্রামের মানুষ লাঠিসোডা নিয়ে পাহাড়া দিচ্ছেন বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে। গত তিন আগে স্থানীয় কৃষকের সামনে থেকে একটি গরু নিয়ে গেছে চিতা বাঘ। প্রত্যক্ষদর্শী জানান মাঠে কাজ করে ফেরার সময় দেখতে পায় একটি গরুকে চিতা বাঘ আক্রমণ করেছে মানুষ জনকে ডাকলে বাঘটি জঙ্গলে ঘেরা চা বাগানে চলে যায় । স্থানীয়রা জানান গ্রাম বাসী বাঘটিকে খোজাখোজি করায় দেখতে পায় তিন সাবোক নিয়ে আস্থানা গেড়েছে দুটি চিতা বাঘ।এ অবস্থায় চরম আতঙ্কে দিন কাটছে আসেপাশের তিন গ্রামের বাসিন্দাদের।

খবর পেয়ে গত বৃহস্পতিবার প্রশাসনের সহায়তায় ঘটনা স্থল পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( সদর,পঞ্চগড়) জনাব আরিফ হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তা টিম ও সদর থানার কর্মকর্তা রা সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এতে আমরা কিছু আলামত পেয়েছি তা থেকে মনে হচ্ছে এখানে বাঘ আছে এবং যার গরু তার সাথে কথা বলেছি তিনিও বলেছেন যে তিনি বাঘ দেখেছেন।

বিভাগীয় বন কর্মকর্তা ,দিনাজপুর বন বিভাগ জানান ,এই জায়গা টা চিতা বাঘের একটা আবাসস্থল হয়ে গেছে কারন এখানে দুইটা প্রাপ্ত বয়স্ক ও তিনটা বাচ্চা । আমরা মনে করি তাদের এই তথ্য সঠিক হতে পারে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো জীবিত অবস্থায় ধরার জন্যে।

গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে নিরাপদ ও সতর্ক থাকার জন্য আহবান জানিয়ে মাইকিং ও প্রচার প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।