আব্দুল মালেক উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 21 August 2020 , 10:30:20 প্রিন্ট সংস্করণ
বিদায়ী উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের ও নবাগত
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূর-এ-জান্নাত রুমির বিদায় বরণ
সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার
রাতে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ
সময় বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূর-এ-
জান্নাত রুমি, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের,
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, ভাইস চেয়ারম্যান রিপা
সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম
মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক
জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ
পান্ডে গবা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কামান্ডের আহবায়ক ফিরোজ আলম
মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তবকপুর ইউপি চেয়ারম্যান
ওয়াদুদ হোসেন মুকুল, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম বাবুল হোসেন,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম আল মামুন সবুজ, দপ্তর
সম্পাদক নিমাই সিংহ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি
উলিপুর জোনাল অফিসের ডিজিএম এস এম নাসির উদ্দিন প্রমুখ। শেষে
নবগত ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদ, ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান ফোরাম সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার
সামগ্রী প্রদান করা হয়।