দীপেন রায়ঃ 9 February 2021 , 8:21:30 প্রিন্ট সংস্করণ
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারী সুমী হেমরম। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) ২০২১ রংপুর পর্যটন মোটেল মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে এবং বিভাগীয় কমিশনারের সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচীতে ঠাকুরগাঁও জেলার অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সুমি হেমরমকে সম্মাননা প্রদান করা হয়। তিনি অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নিবার্চিত হয়েছেন এবং উপস্থিত অতিথি বৃন্দের হাত থেকে সম্মাননা ক্রেস্ট, সনদ, নগদ টাকা ও ফুলের শুভেচ্ছা গ্রহন করেন। সুমি হেমরম ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের দক্ষিন মাধবপুর গ্রামের উৎপাদক দলের সদস্য। তিনি গরু মোটাতাজাকরন এবং হাঁস মুরগী পালনে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। আলোচনা সভায় সুমি হেমরম তার জীবন কাহিনী উপস্থাপন করেন কিভাবে তিনি শুন্য থেকে আজ সাবলম্বী নারী হিসেবে প্রতিষ্ঠিত হলেন। উক্ত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী রওশন আক্তার সিনিয়র সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। এছাড়াও উক্ত সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগন সহ বিভাগীয় কর্মকতার্বৃন্দ। উক্ত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুল ওয়াহাব মিঞা, কমিশনার, রংপুর বিভাগ, রংপুর।