সারাদেশ

বেগম রোকেয়ার আলোকবর্তিকাই নারী সমাজকে পথ দেখিয়েছে-এসপি বিপ্লব সরকার

  সিরাজুল ইসলাম বিজয় 9 December 2020 , 10:09:49 প্রিন্ট সংস্করণ

বেগম রোকেয়ার আলোকবর্তিকাই নারী সমাজকে পথ দেখিয়েছে-এসপি বিপ্লব সরকার

রংপুরে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ (৯ ডিসেম্বর) টাউন হলে নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ রংপুরের আয়োজনে গুণী নারী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন, বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) , পিপিএম পুলিশ সুপার রংপুর।

এসময় বেগম রোকেয়া দিবস উদযাপন ২০২০ ও নারী সুরক্ষা বাস্তবায়ন পরিষদ অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। তিনি আরো বলেন, বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে এদেশের নারী সমাজ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।