বঙ্গ ডেস্ক: 9 December 2020 , 10:33:00 প্রিন্ট সংস্করণ
উইমেন পিস ক্যাফে, বেরোবির উদ্যোগে অনলাইনে রোকেয়া দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে গুগল মিটে দিবসটি উপলক্ষে “নারী-পুরুষের ভেদাভেদ নেই” শীর্ষক আলোচনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পিস ক্যাফের চিফ প্যাট্রন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ।
উইমেন পিস ক্যাফের সহ-সভাপতি সাদিয়া সুলতানার সঞ্চালনায় ভার্চুয়াল এ আলোচনায় উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর ও জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উইমেন পিস ক্যাফের ফোকাল পারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী ও সিপিজের প্রোগ্রাম কোওর্ডিনেটর নিলুফা সুলতানা শ্বেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া নারীদের আদর্শ। তার আদর্শেই এগিয়ে যাচ্ছে আমাদের সমাজের নারীরা। তিনি তার বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে ডিপার্টমেন্ট খোলা হবে বলেও জানান।
বিশেষ অতিথি নিলুফা সুলতানা শ্বেতা বলেন, বেগম রোকেয়া খুশি হতেন যদি আজ রোকেয়ার দেখা স্বপ্নগুলো পূরণ হয়ে যেত। তিনি মনে করেন, পরিবার থেকে যদি সম-মর্যাদায় শিশুদের বেড়ে তোলা যায় তাহলে এই সমাজে পরিবর্তন সম্ভব এবং রোকেয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব।
উইমেন পিস ক্যাফের সভাপতি উম্মে কুলছুমের ভোট অফ থ্যাংকস প্রদানের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শেষ হয়। আলোচনায় পিস ক্যাফের পিস এম্বাসেডরসহ সকল মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।