সিরাজগঞ্জের বেলকুচির পৌর ছাত্রদলের আহব্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনকে গতিশীল ও গণতান্ত্রিক আন্দোলন কে বেগবান করতে সম্প্রতি বেলকুচি উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বেলকুচি পৌর ছাত্রদলের নতুন আহব্বায়ক কমিটি নিয়ে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি কায়সার পারভেজ কাজল ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষরিত বেলকুচি পৌর ছাত্রদলের ২১ সদস্যের আহব্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
বেলকুচি পৌর ছাত্রদলের নতুন কমিটিতে আহব্বায়ক মো: শাহরিয়া আহম্মেদ ও সদস্য সচিব হিসেবে মো: রাশেদুজ্জামান রাব্বি কে নির্বাচিত করা হয়। কমিটিতে সিনিয়র যুগ্ম আহব্বায়ক হিসেবে মো: রাশেদুল ইসলাম শাওন, যুগ্ম আহব্বায়ক পদে ৮ জন, কার্যনির্বাহী সদস্য ১০ জন কে মনোনীত করা হয়েছে।
পৌর ছাত্রদল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব মো: বনি আমিন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বেলকুচি পৌর ছাত্রদলের আহব্বায়ক মো: শাহরিয়া আহম্মেদ ও সদস্য সচিব মো: রাশেদুজ্জামান রাব্বি বলেন, বিজয়ের মাস ডিসেম্বর, সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ডিসেম্বরে দায়িত্ব পেয়ে আমরা আনন্দিত।সেইসাথে আগামীদিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে বেলকুচি পৌর ছাত্রদল কঠোর ভূমিকা পালন করবে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জীবনঝুঁকিতে দিন অতিবাহিত করছেন। অনতিবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহব্বান জানাচ্ছি। অন্যথায় যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দ্বায় নিতে হবে।