রাকিবুল হাসান মাহমুদ, (দিনাজপুর জেলা) প্রতিনিধিঃ 18 September 2020 , 11:09:09 প্রিন্ট সংস্করণ
দিনাজপুর বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের বসতাসন গ্রামে সুবাস চন্দ্র রায়ের পুত্র এক সন্তানের জনক সুজন চন্দ্র (২১) আত্মহত্যা হওয়ার খবর পাওয়া গেছে।এলাকাবাসী জানান পারিবারিক অভাব অনটন, ঋন, ধার মাহাজনের কারনে সে বাড়িতে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
জানা গেছে, বাড়ির লোকজন টের পেয়ে মুরুর্ষ অবস্থায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। দিনাজপুরে হাসপালে পৌছানোর পূর্বেই সুজন চন্দ্র (২১) মৃত্যুবরণ করে। ঐ এলাকার মেম্বার মানিক চন্দ্র রায়, তার মৃত্যুর খবরটি বিষয়টি নিশ্চিত করে। এই বিষয়ে বোচাগঞ্জ থানায় ইউডি মামলা হয়েছে।