রাকিবুল হাসান মাহমুদ, (দিনাজপুর জেলা) প্রতিনিধি 22 September 2020 , 6:37:51 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বোচাগঞ্জের সুপরিচিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার সেতাবগঞ্জে সার্বজনীনভাবে ফ্রি রক্তের গ্রুপ পরিক্ষা করা হবে। বোচাগঞ্জের মানুষের রক্তের প্রয়োজনে এই সংগঠনকে মুহুর্তেই পাশে পাওয়া যায়। দীর্ঘদিন যাবত এই সংগঠনটির কাজ চলে আসলেও প্রথমবার তারা একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন করেছে। এই ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করবে ড্রীম লাইফ এসোসিয়েশন। ফ্রি ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমে নতুন নতুন রক্তদাতা খুঁজে পাওয়া যাবে।
বোচাগঞ্জ ব্লাড ডোনেশন ক্লাবের আহ্বায়ক মোঃ শাকিল ইসলাম হৃদয়ের সূত্রে জানা যায়, উক্ত ক্যাম্পেইনে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। উক্ত ক্যাম্পেইন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এছারাও সংগঠনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে মোঃ মেহেদি হাসান রবিন ও মোঃ জাহিদ খান স্বপ্নিল।