সারাদেশ

বোচাগঞ্জে পুশাবের পুরষ্কার বিতরণী কর্মসূচি পালিত

  রাকিবুল হাসান মাহমুদ, (দিনাজপুর জেলা) প্রতিনিধিঃ 6 September 2020 , 7:56:44 প্রিন্ট সংস্করণ

বোচাগঞ্জে পুশাবের পুরষ্কার বিতরণী কর্মসূচি পালিত

দিনাজপুরের বোচাগঞ্জে সামাজিক সংগঠন “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব বোচাগঞ্জ (পুশাব) ” আয়োজিত বঙ্গবন্ধু স্মারক কুইজ প্রতিযোগিতা ও ভিডিও সাবমিটিংয়ের বিজয়ীদের মাঝে আজ ৬ সেপ্টেম্বর রবিবার পুরষ্কার বিতরণ করা হয়।গত ৩১ আগস্টে শেষ সন্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন ও বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।

অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রায় ১৫০ জনের অংশগ্রহণে ১০ জনকে বিজয়ী ঘোষনা করা হয়। বঙ্গবন্ধু স্মারক কুইজ ও ভিডিও সাবমিট প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা-

কুইজ প্রতিযোগিতাঃ

১ম স্থানঃ আতিফা ফাহমিদা মালিহা

২য় স্থানঃ উৎস দেব

৩য় স্থানঃ নুসরাত জাহান বুশরা

৪র্থস্থানঃ শামীম আরা জিম

৫ম স্থানঃ সারিকা সুলতানা

৬ষ্ঠ স্থানঃ আদিত্য দাস

৭ম স্থানঃ আব্দুল্লা আল সাকিব

৮ম স্থানঃ কবিতা আক্তার তানিয়া

৯ম স্থানঃ মুস্তারিনা তাবাসসুম

১০ম স্থানঃ আরিফুল ইসলাম ভুইয়া

 

ভিডিও সাবমিট প্রতিযোগিতাঃ

১ম স্থানঃ সেজান মাহমুদ

২য় স্থানঃ শামীম আরা

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুশাবের সভাপতি সাব্বির মাহমুদ শুভ, প্রচার ও প্রকাশনা ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ নওরোজ সাদমান চৌধুরী অসীম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রবৃন্দ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।