রাকিবুল হাসান মাহমুদ, (দিনাজপুর জেলা) প্রতিনিধিঃ 17 September 2020 , 5:18:46 প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় আজ সকালে তিন জনকে করোনা ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে বোচাগঞ্জে কোনো করোনা শনাক্ত রোগী নেই। তবে পরবর্তী রিপোর্ট না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বোচাগঞ্জ উপজেলাকে করোনা মুক্ত ঘোষনা করেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
বোচাগঞ্জে এই পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছিলো ৯১ জন তার মধ্যে মৃত্যুবরণকারী রোগীর সংখ্যা হলো ৩ জন। আক্রান্ত হয়ে আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৮ জন। সুতরাং বোচাগঞ্জ উপজেলায় বর্তমানে কোনো করোনা রোগী নেই। আগামী রিপোর্ট আসার আগে পর্যন্ত বোচাগঞ্জ উপজেলা সাময়িক করোনা মুক্ত।