সারাদেশ

ব্রাহ্মণপাড়া উপনির্বাচনে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন

  কুমিল্লা প্রতিনিধি 11 December 2020 , 7:19:48 প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণপাড়া উপনির্বাচনে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে আজ ১১ ডিসেম্বর কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির ব্যানারে মানব বন্ধন করেছে সাংবাদিকরা।

 

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ,নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ষ্টাফ রিপোর্টাার কাজী এনামুল হক ফারুক, দৈনিক ভোরের কাগজের ষ্টাফ রিপোর্টার ও দেশ টিভির প্রতিনিধি এম ফিরোজ মিয়া, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন জাকির,যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, চ্যানেল 24 এর প্রতিনিধি জাহিদুর রহমান, জি টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ জানে আলম, দৈনিক আমাদের কুমিল্লার ষ্টাফ রিপোর্টার মাহফুজ নান্টু,আনন্দ টিভির প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি,পথিকৃৎ কুমিল্লার সম্পাদক মান্নান কবির ভুইয়া,ডেইলি ষ্টারের প্রতিনিধি খালেদ বিন নজরুল , কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সহ সভাপতি এমদাদুল হক সোহাগ সহ অন্যান্যরা।

 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের দুলালপুর ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের হামলায় আহত হন দৈনিক আমাদের কুমিল্লার সাংবাদিক জহিরুল ইসলাম বাবু, জাগরনী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, মোহনা টিভির ক্যামেরা পারসন আব্দুল কাইয়ুম, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি পিয়াস উদ্দিন, মাই টিভির ক্যামেরা পারসন বাপ্পি। এ ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।