মোঃ রাব্বি ইসলাম আব্দুল্লাহ, (নীলফামারী জেলা) প্রতিনিধী 15 September 2020 , 10:27:33 প্রিন্ট সংস্করণ
নীলফামারিতে ভরা মৌসুমেও ইলিশ মাছের দাম চড়াভাব বিরাজ করছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মাছ-বাজারে গেলে বিভিন্ন শ্রেনির ক্রেতারা এমন অভিযোগ করেন। তার ওপর আবার কোনটা বরিশাল বা কোনটা কোন জায়গার ইলিশ মাছ তা’ নিয়েও রয়েছে ক্রেতাদের মধ্যে সংশয়। পদ্মার ইলিশের স্বাদ অনুযায়ী অন্য এলাকার ইলিশ মাছের স্বাদের অনেক পার্থক্য রয়েছে।
মাছ-বিক্রেতারা জানান, ৫শ’ গ্রামের ইলিশ মাছ ৫শ’ টাকা, ৬-৭শ’ গ্রামের মাছ ৭শ’ টাকা, ৯শ’ থেকে ১ কেজি ওজনের ইলিশ ৮শ’ টাকা এবং দেড় কেজি ওজন পর্যন্ত ইলিশ মাছ ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
এনিয়ে কথা হলে একজন ক্রেতা জানান, টেলিভিশনসহ বিভিন্ন মিডিয়ায় খবরে দেখছি ঝাঁকে-ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। কিন্তু, নীলফামারীর বাজারে তো এর প্রভাব পড়েনি। এ সময় তারা আক্ষেপ করে বলেন, যারা চাকুরী করেন তাদের বেতনও বাড়ানো হয়েছে। কিন্তু, আমরাতো কেউ ছোটোখাটো ব্যবসা বা কৃষিজীবি আমরা এত চড়াদামে কিভাবে ইলিশ মাছ কিনবো।
একজন চাকুরীজীবি জানান, আমরা টেলিভিশনে দেখছি ঝাঁকে-ঝাঁকে ইলিশ ধরা পড়ছে আর মোকামে দামও কম। তা’হলে এখানে চড়া দাম হবে কেন ?
তা’ছাড়া শুনছি, ভারতে ইলিশ মাছ দেওয়া হবে। তা’হলে দেশের মানুষ তো আরো বিপদে পড়ে যাবে। কারণ, তখন তো আরো দাম বেশী হবে বলে আশংকা প্রকাশ করেন তারা।