আব্দুর রহিম (পায়েল) 18 August 2020 , 4:51:05 প্রিন্ট সংস্করণ
রংপুরের গংগাচড়ায় লক্ষীটারী ইউনিয়নের চর শংকরদহ গ্রামে শংকরদহ থেকে বাগেরহাট যাওয়া রাস্তাটি ভেঙে যাওয়ায় তিস্তা গতিপথ পরিবর্তিত হয়ে তিস্তার মূল স্রোত শংকরদহ দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্হানীয়রা জানান, চলতি বন্যায় তিস্তা তার গতিপথ পরিবর্তন করে পুরো শংকরদহ বিলীন করেছে। এছাড়াও পূর্ব ইচলি,পশ্চিম ইচলি,ইশোর কোল,এসকেএস বাজার,চব্বিশ সাল সহ ৭টি গ্রামের প্রায় হাজার ঘরবাড়ি, ফসলিজমি, গাছপালা,স্কুল, মসজিদ,মাদ্রাসা বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে রয়েছে শেখ হাসিনা সেতুর সংযোগ সড়ক।
লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আলহাদী বলেন,এখনই কাজ না করলে শেখ হাসিনা সেতুসহ ইউনিয়নের ৪টি ওয়ার্ড নদী গর্ভে বিলীন হয়ে যাবে।তিনি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।