
ভালুকায় পেপাস্ মিলের মেশিনে পেচিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে উপজেলার কাশর গ্রামের ভূইয়া পেপাস মিলের কারখানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. মেহেদি হাসান চলতি মাসের ৭ তারিখে শ্রমিক হিসেবে চাকুরিকে যোগদান করেন। ঘটনার দিন সকালে মেহেদি হাসানের সহকর্মীরা লাশ দেশে কতৃপক্ষকে খবর দেয়। গত বছরেও মেশিনে পৃষ্ট হয়ে এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে এই কারখানায়।
এডমিন অফিসার আব্দুর রহিম এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।’