বাবলুর রশিদ বাবলু , পঞ্চগড় প্রতিনিধি 4 December 2020 , 10:10:07 প্রিন্ট সংস্করণ
সারা দেশে ভাস্কর্য নির্মাণ ও স্থাপনা বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) জুম্মার নামাজের পর পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের সামনে থেকে পঞ্চগড় ঈমান আক্বীদা রক্ষা কমিটির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী অডিটোরিয়ামে গিয়ে শেষ। বিক্ষোভ মিছিল শেষে সরকারী অডিটোরিয়ামের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,পঞ্চগড় ঈমান আক্বীদা রক্ষা কমিটির সভাপতি ড.আব্দুর রহমান,সাধারণ সম্পাদক কারী আব্দুল্লাহসহ প্রমুখ। বক্তারা বলেন,মুর্তি নয় বরং যে গুলো কাজ করলে সদকায় জারিয়ার সওয়াব পাওয়া যাবে সেই কাজ গুলো করুন আমরা তাতে আপনাদেরকে সহযোগিতা করবো।