আব্দুল মালেক উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 21 August 2020 , 10:14:01 প্রিন্ট সংস্করণ
সবুজের মেলা এ শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে ১৬টি বনজ
ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ধামশ্রেনী
ইউনিয়নের ধামশ্রেনী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ভিন্নচোখ
ফাউন্ডেশনের উদ্যোগে এসব গাছের চারা রোপণ করা হয়েছে। এসময় উপস্থিত
ছিলেন, উলিপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সাবেক ছাত্রলীগ নেতা জামিনুর
রশীদ স্বপন, ধামশ্রেণী ইউনিয়ন যুবলীগের সভাপতি এম শফিক পঞ্চু, সংগঠনের
পরিচালক সৌমিক দে, সহকারী পরিচালক রেদওয়ানুল হক, প্রধান ইভেন্ট প্লানার
জয় সরকার প্রমুখ।