সারাদেশ

মঠবাড়িয়ায় নির্যাতনে গৃহবধূর মৃত্যু – গ্রেফতার-১

  জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধি 7 February 2021 , 8:55:47 প্রিন্ট সংস্করণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূ সুমী ওরফে সুখী (২৫) হত্যা মামলার পলাতক আসামী জালাল উদ্দিন (৪৫) কে শনিবার রাতে বাদুরতলী এলাকা থেকে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত জালাল উপজেলার বাদুরতলী গ্রামের আঃ সালাম হাওলাদারের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গৃহবধূ সুমীকে স্বামী তৈয়বুর রহমানসহ শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই মারধর করত। গত ১৩ জানুয়ারী সুমীর শ্বশুর বাড়ির লোকজন মারধর করে মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচার চালায়। খবর পেয়ে সুমীর স্বজনরা ওই বাড়ি থেকে গুরুতর আহত সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে সুমী মারা যায়। এঘটনায় নিহত সুমীর বোন নিপা আক্তার বাদি হয়ে গত ২৮ জানুয়ারি স্বামী তৈয়বুর রহমানসহ ৫ জনকে আসামী করে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত জালালকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।