শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি: 7 February 2021 , 5:51:10 প্রিন্ট সংস্করণ
ফরিদপুরের মধুখালীতে প্রথক সড়ক দুর্ঘটনায় ২ নারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রোববার ৭ ফেব্র“য়ারী বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ব্রা ক্ষণকান্দা বাজার এলাকায় সড়ক পারাপারের সময় দ্র“তগামী হানিফ পরিবহনের একটি কোচ মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান । তিনি কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের আবুল শেখের স্ত্রী ভানু বেগম (৫০)। অপর দিকে উপজেলার সরকারী আইনউদ্দিন কলেজের সামনে মোরটাসাইল আরহী মোরটসাইকেল থেকে সড়কে পড়ে গেলে ঘটনাস্থলে সে মারা যায়। সে উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে তানিয়া (২০)। স্থানীয় সুত্রে জানা গেছে তানিয়া তার দুলাভাইয়ের মোটরসাইল যোগে মধুখালী থেকে বাড়ীতে যাচ্ছিলেন।