সারাদেশ

মধুখালী উপজেলা পরিষদ উপনির্বাচন ৫ জনের মনোনয়নপত্র দাখিল

  শাজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: 3 February 2021 , 4:44:21 প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে উৎসব আমেজে স্বতন্ত্র ও দলীয় মনোনয়নে স্ব-স্ব-দলীয় নেতা কর্মিদের নিয়ে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । ৩ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম এর নিকট জমা দেন । বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম দলীয় নেতা কর্মিদের
সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার
বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খন্দকার
মোরশেদ রহমান লিমন, সহসভাপতি হাজী আব্দুস সালাম মিয়া। মনোনয়ন পত্র দাখিল পরবর্তী মধুখালী মডেল সরকারী প্রাখমিক বিদ্যালয় মাঠে অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ।
জাতীয় পর্টি মনোনিত প্রার্থী উপজেলা জাতীয় পার্টি
সভাপতি মির্জা আলী আহম্মাদ, উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদ মোঃ হাফিজুর রহমান ভুট্ট , সাংগঠনিক সম্পাদক প্রবির কুমার সাহাসহ নেতাকর্মিদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। বিএনপি দলীয় মনোনিত প্রাথী এ্যাড.গোলাম মনসুর
নান্নু উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুর ইরান, সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুলসহ দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়াারম্যান মোঃ
আজিজুর রহমান মোল্যা ও সদ্যপ্রয়াত উপজেলা চেয়াারম্যান মির্জা মনির“জ্জামান বাচ্চুর ছোট ভাই মির্জা ইমর“ল কায়েস মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরও খবর

Sponsered content