সারাদেশ

মধুখালী পৌর মেয়র হিসেবে শপথ নিলেন লিমন

  শাহজাহান হেলাল, ফরিদপুর প্রতিনিধিঃ 11 January 2021 , 7:10:01 প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের মধুখালী পৌরসভার দ্বিতীয় বার মেয়র হিসেবে শপথ নিলেন খন্দকার মোরশেদ রহমান লিমন।
আজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান তাঁর কার্যালয়ে মধুখালী পৌরসভার দ্বিতীয়বার নির্বাচিত মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনকে শপথ
বাক্য পাঠ করান। পরবর্তীতে নির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় বিভাগীয় কমিশনার
কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, মধুখালী পৌরসভার নির্বাচিত সকল কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয়বার বিপুল ভোটে নির্বাচিত মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন শপথ গ্রহণ করায় মধুখালী পৌরবাসী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
একই সাথে আগামী দিনে মধুখালী পৌরসভাকে জনগণের সেবা প্রদানের মাধ্যমে বর্তমান সরকারের সকল
কর্মকান্ডকে সঠিকভাবে বাস্তবানের মাধ্যমে একটি আধুনিক পৌরসভা ও মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।
১০ ডিসেম্বর মধুখালী পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় । উলে-খ্য,২০১২ সালে মধুখালী পৌরহভা গঠিত হয় এবং ২০১৫ সালে মধুখারী পৌরসভার প্রথম নির্বাচন
অনুষ্ঠিত হয়। সেবারের প্রথম নির্বাচনে দলীয় প্রতিক ব্যতিত খন্দকার মোরশেদ রহমান লিমন বিপুল ভোটে নির্বাচিত হয়ে মধুখালী পৌরসভার প্রথম মেয়র হিসেবে শপথ নিয়ে সুনামের সাথে পাঁচ বছর জনগণের সেবা
দিয়ে দিয়েছেন।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।