রংপুর

মনোনয়নপত্র জমা দিলেন মালেকা ইয়াসমিন

  বাবলুর রশিদ বাবলু , পঞ্চগড় প্রতিনিধি 1 December 2020 , 5:34:46 প্রিন্ট সংস্করণ

মনোনয়নপত্র জমা দিলেন মালেকা ইয়াসমিন

পঞ্চগড় পৌর নির্বাচন আগামী ২৮ শে ডিসেম্বর ২০২০ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে । উক্ত নির্বাচনের ৪,৫,৬ নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে মালেকা ইয়াসমিন (সম্পাদক যুব মহিলা লীগ,জেলা শাখা) আজ মনোনয়ন পত্র জমা দিলেন।

উপজেলা নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র দাখিলের সময় সেখানে উপস্থিত ছিলেন প্রস্তাব কারী তৌহিদুল ইসলাম, সমর্থনকারী শাহ আলম ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তারা বলেন, এ‌বার নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য ও জনগণের স্বার্থে মালেকা ইয়াসমিন একজন সৎ নিষ্ঠাবান সর্বস্তরের জনগণ তাকে ভালোবাসে বলে সকলেই এবারের নির্বাচনে তাকে মহিলা কাউন্সিলর হিসেবে দেখতে চাই । এলাকার সকল জনগণের পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম তাকে প্রস্তাব করি ।

তিনি আরো বলেন সময় উপযোগী যুব সমাজকে মাদক মুক্ত করা লক্ষ্য নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন সমাজকে এগিয়ে নিয়ে যেতে “শাসক নয় একজন সেবক হিসাবে” কাজ করে যাবেন আমাদের এই প্রার্থী। তারই ধারাবাহিকতায় এবারের প্রার্থীকে আমি প্রস্তাব করেছি।

সমর্থনকারী শাহ আলম বলেন,তিনি একজন সমাজ সেবী,নিষ্ঠাবান মানুষ। তিনি অনেকদিন ধরেই আমাদের পাশে ছিলেন,আমাদের মেয়েদের জন্য নানা রকম প্রশিক্ষণ করিয়ে,সেলাই মেশিন প্রদান করে মেয়েদের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। এছাড়াও আমাদের বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে লেকটোজেন মাদার সহ মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা সহ নানা রকম সহযোগীতা করে যাচ্ছেন। তৈরি ভদ্র,সুশীল সমাজের অহংকার। আমি এলাকার লোকজনের সাথে কথাবার্তা বলে দেখেছি, তার অধিক জনপ্রিয়তা আছে। এবারের নির্বাচনে সম্ভাবনার দ্বারে পৌছে আছে। তাই সব দিক থেকে বিবেচনা করে তাকে সমর্থন করেছি। এবারের পৌর নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পদে মালেকা ইয়াসমিন জয়যুক্ত হবে ইনশাল্লাহ ।

মহিলা কাউন্সিলর পদে দোয়া প্রার্থী মালেকা ইয়াসমিন বলেন, আমি এর আগেও মানুষের কল্যাণে কাজ করে গেছি ভবিষ্যৎ এ আরো করবো, মানুষ আমার পাশে আছে সকলের ভালোবাসা,দোয়া ও সহযোগীতায় ইনশাআল্লাহ জয়যুক্ত হবো বলে আমি আশা বাদী।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।