সারাদেশ

মরার উপর খাড়ার ঘা – তারাগঞ্জে আবারও চুরি

  বঙ্গ ডেস্কঃ 28 July 2020 , 1:51:32 প্রিন্ট সংস্করণ

মরার উপর খাড়ার ঘা – তারাগঞ্জে আবারও চুরি

রংপুেরর তারাগঞ্জ উপজেলায় আবারও গরু সহ মাহিন্দ্রা ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়েছে।

জানা গেছে, রোববার (২৬ জুলাই) উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর ধনীপাড়া গ্রামের মনজিল হোসেনের ছেলে বেলাল হোসেন ৩০ এর গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি গরু চোরেরা মধ্যরাতে চুরি করে নিয়ে গেছে। ওই এলাকার আব্দুল গফুরের ছেলে ইয়াসিন আলী ৩৫ এর মাহিন্দ্রা ট্রাক্টরের ৩টি ব্যাটারি ও পৃথক জহুর আলী ছেলে ইয়াসিন আলীর ১টি ব্যাটারি ওই রাতেই চুরি হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।

বেলাল জানান, প্রতিদিনের ন্যায় রাতে গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পরি। মধ্যরাতে তালা ভেঙ্গে চোরেরা আমার গরু চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, দেশের এই মহামারিতে মানুষের মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে একের পর এক চুরির ঘটনায়। সামনের ঈদকে ঘিরে প্রশাসনের নজরদারি সহ তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

ওসি জিন্নাত আলী জানান, আমরা সকল অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছি। চুরির ঘটনা খুবেই দুঃখ জনক। তবে ঈদকে ঘিরে চুরির সক্রিয়তা বেড়েছে। এসকল অপরাধ ও অপকর্ম ঠেকাতে নানাভাবে কাজ করছে পুলিশ। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সীঘ্রই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।