এম.এম কামাল , চাঁদপুর প্রতিনিধি 18 December 2020 , 1:27:49 প্রিন্ট সংস্করণ
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
১৭ ডিসেম্বর সকাল ১১ টায় চাঁদপুর পুলিশ লাইন ডিল সেডে পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পি পিএম (বার) এর সভাপতিত্বে ও চাঁদপুর এ এস পি সদর সার্কেল সিগ্ধা সরকারের সচালনায় তা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আজকের এদিনে জাতির পিতাসহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সশস্র সালাম। বক্তব্য দিবো না শুধু অঙ্গীকার করবো যাতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের গেজেটে অন্তভূক্তি করাতে পরি।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা কখনো মৃত্যুবরণ করলেও এ বীর সন্তানরা জন্ম জন্মাত্তর দেশের কোটি জনতার হৃদয় মাঝে বেচে থাকবেন। অামি অাপনাতের কথা দিচ্ছি পুলিশ মুক্তিযোদ্ধাদের গেজেট প্রক্রিয়া সহযোগিতা সেল তৈরি করবো। এ সেলের সদস্য করবো একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। একটি মুক্তিযোদ্ধাকেও যদি গেজেট ভুক্ত করতে পারি তাহলে অামি নিজেকে ধন্য মনে করবে। এ অঙ্গীকার যেন বাস্তবায়িত করতে পারি সেজন্য সকলের প্রতি দোয়া কামনা করছি।