দীপেন রায় 17 September 2020 , 6:10:38 প্রিন্ট সংস্করণ
মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের বড়–য়া পীরদিঘী গ্রামের বসবাসরত ৩৮টি মুশোহর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে কবুলিয়ত দলির হস্তান্তর করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
গতকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর কার্যালয়ে মুশোহর সম্প্রদায়ের ৩৮টি পরিবরের মাঝে ৩ শতক করে মোট ১ একর ১৪ শতক জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়। এসময় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, ভুমি অফিসের কানুনগো মোঃ বজলুর রহামন, সার্ভেয়ার মোঃ খায়রুল আলম, উপজেলা আদিবাসী চেয়ারম্যান মতিন হাসদা, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সিরাজুস সালেকীন, টেকনিক্যাল ম্যানাজার ল্যান্ড এন্ড লিগ্যাল সাপোর্ট শাহ্ মোঃ আমিনুল হক, উপজেলা ম্যানাজার অরুন চন্দ্র শীল, সি,এফ মোস্তফা কামাল, আদিবাসী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সওদাগড় ঋষি, সুজন ঋষি, রামানুর ঋষি প্রমুখ।
গত ১৩/০৬/২০১৭ আবাসন বিষয়ে আদিবাসীদের ভুমি ইস্যুতে সংবেদনশীল করনের উদ্দেশ্যে ভুমি অফিসের কর্মকর্তা ্এবং রাজনৈতিক নেতা ও মূলস্রোতধারার নেতৃবৃন্দের সাথে ইএসডিও প্রেমদীপ প্রকল্প ও হেসস্ ইপারের সহায়তায় দীর্ঘ দুই বছর ধরে শক্তিশালী প্রচেষ্টায় মত বিনিময় সভার ফসল হিসেবে আজ বড়–য়ার গুচ্ছগ্রাম মুশোহর সম্প্রদায়রা মুজিব বর্ষ উপলক্ষে তাদের অধিকার হিসেবে মাথা গুজার ঠাই পেল। এছাড়াও জেলা প্রশাসক প্রত্যেক পরিবারকে ফলজ ও বনজ গাছের চারা উপহার দেন ।
জমির দলিল হাতে পেয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষরা আজ আনন্দে আত্মহারা। ঘর ও জমি পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা সহ তাদের মনের অনুভুতি প্রকাশ করেন।
মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসক মাহমুদুল আলম বোচাগঞ্জ উপজেলা ভুমি অফিস চত্বরে বৃক্ষ রোপন করেন।