সারাদেশ

মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে সোপর্দ করল মা

  বাবলুর রশিদ বাবলু ,পঞ্চগড় প্রতিনিধি  24 September 2020 , 6:09:26 প্রিন্ট সংস্করণ

মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে সোপর্দ করল মা

৪নং শালবাহান ইউনিয়নের ভেল্কুগছ গ্রামের এক মা মোছাঃ সাহেরা বেগম উপজেলা প্রশাসনকে জানান, তার মাদকাসক্ত ছেলে শাহিনুর মাদক না পেয়ে বাড়ী ঘর ও আসবাবপত্র ভাংচুর করে তাকে এবং তার ছেলের স্ত্রী ও সন্তানকে মারধর করছে। সে প্রায়শই মাদকের টাকা না পেয়ে এমন ভাংচুর ও পরিবারের লোকজনকে মারপিট করেন। খ

পেয়ে তৎক্ষনাৎ স্থানীয় জন প্রতিনিধি শালবাহান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ঘটনাস্থলে পৌঁছে জনাব মোঃ মাসুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তেঁতুলিয়া মাদকাসক্ত ব্যক্তির বাড়ীর চারপাশের বেড়া, দুটি বিছানা, টেবিলসহ একটি রান্না ঘর মদকাশক্ত শাহীন কর্তৃক ভাংচুরকৃত অবস্থায় পান এবং মাদকাসক্ত শাহিনের শার্টের পকেট থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এছাড়াও সে তার মা ও স্ত্রীকে মারধর করেছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। এ সময় মদকাসক্ত শাহিনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ৩’শত টাকা অর্থদন্ড প্রদান করা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, স্থানীয় গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা করেন।

আরও খবর

Sponsered content