শুভ আহমেদ , বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 21 September 2020 , 7:28:25 প্রিন্ট সংস্করণ
বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাও ইউনিয়নে মোল্লাপাড়া জুনিয়র একাদশ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে ডাঙ্গীপারা বনাম আদরগাঁও এর মাঝে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের দুঃসময়ে যিনি ছাত্রজনতার ঢাল হয়ে দলকে সুসংগঠিত করেছিলেন কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা ও বোচাগঞ্জ উপজেলা যুবলীগের আসন্ন কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আব্দুর আহাদ চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন যুবনেতা জনাব মাহাফুজুর রহমান মাহফুজ,রুমী চৌধুরী,জনি ইসলাম,সেতাবগঞ্জ ইভেন্টের স্বত্বাধিকারী শাকিউজ্জামান বাপ্পি,আটগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাগর দেবশর্মা,সেতাবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম রুবেল,ছাত্রনেতা নয়ন রেজা,ইসমাইল হোসেন,আতিকুর রহমান রাজু,মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে আহাদ চৌধুরী বলেন খেলায় দুটি দলই চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত হয়েছে।খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান আহাদ চৌধুরী।খেলার শেষ পর্যায়ে ডাঙ্গীপাড়া একাদশ একটি গোল দিয়ে আদরগাও একাদশকে পরাজিত করে।খেলায় আয়োজক ছিলেন ৪নং ইউনিয়নের ছাত্রনেতা শাহরিয়ার আহমেদ দ্বিপ ও রুবেল দেবশর্মা ।