মোহাম্মদ মাইদুল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধি : 16 September 2020 , 6:34:56 প্রিন্ট সংস্করণ
এসএসসি ২০১৭ ব্যাচ কর্তৃক গঠিত শিক্ষা, ক্রীড়া, সেবা এই তিনটি মূলনীতি সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত থাকার উদ্দেশ্য সামাজিক সংগঠন “প্রচেষ্টা ১৭” গঠিত হয় ।
হাতীবান্ধা উপজেলার সরকারী আলিমুদ্দিন কলেজ এর মাস্টার্স ভবন এ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় মানব সেবায় নিয়োজিত থাকার উদ্দেশ্য “প্রচেষ্টা ১৭” প্রধান পৃষ্ঠপোষক হিসেব শুভ উদ্ভাবন করেন জনাব মশিউর রহমান মামুন ( হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান) । এছাড়াও প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন মঞ্জুর হোসেন ( সিনিয়ার শিক্ষক, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় ) ।
শিক্ষার্থীরা জানান ,সবার ভালোবাসা নিয়ে মানবতার সেবায় কাজ করে যেন চান তারা।