রংপুর

মানবাধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  দীপেন রায় 24 December 2020 , 11:50:26 প্রিন্ট সংস্করণ

মানবাধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মানবকল্যান পরিষদ ( এমকেপি ) এর বাস্তবায়নাধীন প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশিপ ফর ইমপাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটিস ইন ৬ ডিস্ট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ ( প্রসপেক্ট )  প্রকল্পের অর্থায়নে মানবাধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ দুপুরে প্রকল্প অফিস চত্বরে ঘুঘুয়া আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়। এছাড়াও গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, সংস্থার এডভোকেসি ট্রেনিং অফিসার নীলিমা মন্ডল,এরিয়া কো- অর্ডিনেটর রওশন আরা বেগম, ফিল্ড ফ্যাসিলেটেটর শিরিন আকতার, নিলুফা ইয়াসমিন, সানোয়ারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। মানবাধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।