সারাদেশ

মারা গেলেন বীর প্রতীক তারামন বিবি’র স্বামী আব্দুল মজিদ

  বঙ্গ ডেস্ক 17 August 2020 , 8:44:33 প্রিন্ট সংস্করণ

মারা গেলেন বীর প্রতীক তারামন বিবি’র স্বামী আব্দুল মজিদ

দীর্ঘদিন শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগে মারা গেলেন তারামন বিবি, বীর প্রতীক’র স্বামী আব্দুল মজিদ। মৃত্যুকালে তার বয়ন হয়েছিল ৬৭ বছর।

আজ সোমবার বিকাল ৫টায় তিনি নিজ বাড়ি কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে আবু তাহের।

আবু তাহের বলেন, আম্মা মৃত্যুবরণ করার পর তার আব্বা আব্দুল মজিদ দুশ্চিন্তায় পড়ে যান। তখন থেকেই তিনি বিছানাশায়ি হয়ে পড়েন। তিনি শ্বাসকষ্টসহ শারিরীক নানা সমস্যায় ভুগছিলেন। তার যাথার্থ চিকিৎসা করা হলেও তিনি সুস্থ্য হয়ে উঠেননি। অবশেষে মায়ের পথ ধরে তিনি সবাইকে কাঁদিয়ে চির বিদায় নিয়েছেন।

তার সহধর্মিনী তারামন বিবি, বীর প্রতীক, ২০১৮ সালে ১ ডিসেম্বর ৬২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তারামন বিবি, বীর প্রতীক, ছিলেন ১১ নম্বর সেক্টরের নারী যোদ্ধা।

এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।