অন্যান্য

মালদ্বীপে ৪১ বাংলাদেশি শ্রমিক আটক

  বঙ্গ ডেস্ক 14 July 2020 , 10:01:56 প্রিন্ট সংস্করণ

মালদ্বীপে ৪১ বাংলাদেশি শ্রমিক আটক

মালদ্বীপে বেতনের দাবিতে আন্দোলনরত ৪১ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার মালদ্বীপের হলুমালের আইল্যান্ড এক্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

 

পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পরে ৪১ শ্রমিককে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই প্রতিষ্ঠানটিতে সাত মাসের বেতন বকেয়া বলে দাবি শ্রমিকদের।

 

সেখানে কর্মরত ৬০০ কর্মীর মধ্যে ৫০০ বাংলাদেশি, ১০০ ভারতীয় এবং ৫০ জন ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content