আমিরুল কোবির সুজন , মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি 2 September 2020 , 1:13:48 প্রিন্ট সংস্করণ
রংপুরের মিঠাপুকুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে পথরোধ করে ধর্ষণ চেষ্টায় ব্যার্থ হয়ে এসিড নিক্ষেপ করার হুমকি দিয়েছে লিক্ষাত হোসেন (১৯) নামে এক বখাটে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে লিক্ষাত।
এ ঘটনায় ওই ছাত্রীর মা রবিবার (৩০ আগষ্ট ) মিঠাপুকুর থানায় একটি অভিযোগ করেছে।
বখাটে যুবক লিক্ষাত হোসেন উপজেলার ময়েনপুর ইউনিয়নের কদমতলা উত্তরপাড়া গ্রামের মৃত.আতিয়ার রহমানের ছেলে।
সরেজমিনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে , উপজেলার কদমতলা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ৪/৫ জন বান্ধবীসহ বাড়িতে আসার সময় মাঝপথে ওই বখাটে যুবক লিক্ষাত হোসেন তার বন্ধু ফিরোজ ও নিশাতসহ কয়েকজন মিলে মিম আকতার (১৩)কে পথরোধ করে। এরপর স্কুলছাত্রী মিম আকতারের হাতে থাকা বই-খাতা কেড়ে নিয়ে তাকে জোর পূর্বক প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দেয় ওই বখাটে।
ঘটনার এক পর্যায়ে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে লিক্ষাত হোসেন মিম আকতারকে এসিড নিক্ষেপ করার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
মিম আকতার সাথে কথা বলে জানা যায়,
প্রায় সময় আসা-যাওয়ার পথে লিক্ষাত হোসেন বিভিন্নভাবে তাকে উত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে মিম আকতারকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে লিক্ষাত হোসেন
তার প্রস্তাবে রাজি না হওয়ায় বান্ধবীরাসহ প্রাইভেট পড়ে বাড়িতে আসার পথে লিক্ষাত মিম আকতারের পড়নের ওড়না টেনে ধরে পথরোধ করে।
ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজনকে এগিয়ে আসতে দেখে মিম আকতারকে এসিড নিক্ষেপ করার হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় লিক্ষাত।
ওই এলাকার উড়তি বয়সের বখাটে ছেলেদের কারণে মেয়েদের নিরাপত্তা নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনার দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থায়ীয় অনেকেই ঘটনার তীব্র প্রতিবাদ ও সঠিক বিচারের দাবি জানিয়ে বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের মাধ্যমে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে প্রশাসনের কঠোর অবস্থান নেয়া উচিৎ।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি ।