সারাদেশ

মিঠাপুকুরে কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প 

  আমিরুল কবির সুজন, মিঠাপুকুর প্রতিনিধি 30 September 2020 , 12:00:34 প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরে কৃষকদের মাঝে সাড়া জাগিয়েছে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প 

রংপুরের মিঠাপুকুর সবজি চাষের জন্য বাংলাদেশের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার কৃষকেরা দীর্ঘদিন ধরে নানা ধরণের সবজি চাষাবাদ করে আসছে। সবজি চাষের উপযোগী মাটিতে এসব এলাকার কৃষকরা সারা বছরনানা ধরনের সবজি উৎপাদন করে স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন  জায়গায় বিক্রয় করে আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন। খরচ কম, উৎপাদন বেশি ও ভোক্তা সাধারনের নিকট অধিক জনপ্রিয় এমন ধরণের কিছু কন্দাল জাতীয় সবজি চাষে কৃষকদের উদ্ধুদ্ধকরণের কাজ শুরু করে উপজেলা কৃষি বিভাগ।

মিঠাপুকুর উপজেলার বাতাসন দূর্গাপুর গ্রামের সফল সবজি চাষী হাসেম মিয়া ২০ শতক জমিতে বিলাসী
জাতের মুখী কচুর আবাদ করেন। তিনি জানান, উপজেলা কৃষি অফিস থেকে ২০ শতক জমির জন্য প্রয়োজনীয় বীজ, সার ও আর্থিক সহায়তা পেয়েছি। উক্ত ফসল খুবই ভালো হয়েছে এবং ৮০ হাজার টাকায় তা বিক্রি করেছি। তিনি আরও জানান,

অন্যান্য কৃষকগণ আমার ফসল দেখে আগামীতে তারাও কন্দাল ফসল চাষের ব্যাপারে আমার কাছে পরামর্শ নিচ্ছেন। পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষাণী মোছাঃ হাসিনা বেগম জানান,তিনি ২০ শতক জমিতে লতিরাজ ফসলের প্রদর্শনী প্লট করে বাজারে লতি বিক্রি করে ভালো দাম পেয়েছেন। এই লতিরাজ ক্ষেত এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে তার কাছ থেকে লতি নেয়ার জন্য কৃষকগণ আগ্রহী হয়ে যোগাযোগ করছেন।

উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় আগ্রহী কৃষক/কৃষানীদের কন্দাল ফসলে চাষাবাদের আধুনিক কলাকৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। কৃষকদের উদ্ধুদ্ধ করতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে ০৫ টি মুখীকচু, ০৫ টি পানিকচু, ১০ টি লতিরাজ, ০৩ টি ওলকচু ও ০৩ টি গাছআলুসহ মোট ২৬ টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।

তিনি আরো জানান, কৃষকেরা কন্দাল ফসল চাষাবাদ করে আর্থিকভাবে লাভবান হওয়ায় সারা মিঠাপুকুর উপজেলায় এর প্রভাব পড়েছে। আশা করা যাচ্ছে আগামী এক বছরের মধ্যে মিঠাপুকুর উপজেলায় কন্দাল ফসলের ব্যাপক সম্প্রসারণ হবে এবং উৎপাদিত কন্দাল জাতীয় সবজি সারা দেশসহ বিদেশে রপ্তানী করা হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।