সারাদেশে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের তৃতীয় দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিবন্ধন প্রক্রিয়া শেষ করে তারা এ ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় ভ্যাকসিন গ্রহণ করেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান মঞ্জু, আওয়ামীলীগ নেতা ও মিঠাপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম লাল, প্রভাষক গোলাম মোস্তফা, মির্জাপুর বছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন, মহিলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আফরোজা বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল হাকিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির রনি, ডা. লাভলু, ডা. গোলাম রব্বানি প্রমুখ। হাসপাতাল সুত্রে জানা গেছে এ পর্যন্ত মিঠাপুকুরে ভ্যাকসিন গ্রহণ করেছেন ৮০ জন, নিবন্ধিত হয়েছে ৫৫৩ জন। সাধারণ জনগোষ্ঠীর জন্য এখন চল্লিশোর্ধ বয়সের সকল নারী ও পুরুষ রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে।