সারাদেশ

মিঠাপুকুরে পাঁচ মাথা এরশাদ মোড়ে আল্লাহর ৯৯টি নাম সংযুক্ত ভিত্তি প্রস্থর স্থাপন

  আমিরুল কবির সুজন , মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি 10 September 2020 , 5:49:35 প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরে পাঁচ মাথা এরশাদ মোড়ে আল্লাহর ৯৯টি নাম সংযুক্ত ভিত্তি প্রস্থর স্থাপন

মিঠাপুকুর উপজেলার রংপুর-ভেন্ডাবাড়ি সড়কের ১নং খোড়াগাছ ইউনিয়নের রূপসী পাঁচ মাথা (এরশাদ মোড়) নামক স্থানে বুধবার আল্লাহর ৯৯টি নাম সংযুক্ত টাওয়ার (গোল চত্তর) নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন ১নং খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান।

এসময় খোড়াগাছ ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আজকার আলী, মিঠাপুকুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোখছেদুল হক, স্থানীয় গুনিজন, ইউপি সদস্য ও আওয়ামীলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।