সারাদেশ

মিঠাপুকুরে পূর্ব শক্রতার জের ধরে ৩০০ কলাগাছ নিধন 

  আমিরুল কবির সুজন,  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 20 September 2020 , 7:29:01 প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরে পূর্ব শক্রতার জের ধরে ৩০০ কলাগাছ নিধন 

রংপুরের মিঠাপুকুরে পূর্ব শক্রতার জের ধরে এক কৃষকের ৩০০ কলাগাছ নিধনের মত বর্বোরোচিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের শালিকাদহ গ্রামে।

এলাকাবাসী ও ভুক্তভোগীর অভিযোগসুত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার শালিকাদহ গ্রামের রহমত আলীর পুত্র গোলাম রব্বানী চলতি মৌসুমে (৬৫) শতক জমিতে কলাচাষ করেন। প্রতিবেশী কাদের, কালাম, ফারুক, আনারুল ও ইদ্রিস আলীরা জমি নিয়া বিবাদ শক্রতার জেরে গোলাম রব্বানীর ওই কলাবাগানের ৩০০ কলাগাছ রাতের বেলা বর্বোরোচিতভাবে কেটে ফেলে। এ কারণে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।

কৃষক গোলাম রব্বানী এ ঘটনায় প্রতিপক্ষ কাদের, কালাম, ফারুক, আনারুল ও ইদ্রিস আলীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ করেছেন।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ঘটনাটি দুঃখ জনক, কৃষক গোলাম রব্বানীর অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।