আমিরুল কবির সুজন, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 2 September 2020 , 10:13:54 প্রিন্ট সংস্করণ
রংপুরের মিঠাপুকুরে বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে ২ জন। এদের মধ্যে রওশন নামের এক যুবকের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। আহতরা বর্তমানে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ।যেকোন মুহূর্তে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা । এ ঘটনায় ভুক্তভোগী রওশন বাদী হয়ে ইলিয়াসকেসহ কয়েকজনকে আসামী করে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। তবে দায়েরকৃত মামলায় পুলিশ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়,রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর নয়াপাড়ার সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের ছেলে রওশন মিয়া একই ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামের আইয়ুবের ছেলে ইলিয়াসসহ মহাসড়কে নির্মান কাজে মাটি সরবরাহ করে আসছিল। তাদের শেয়ারে বালু ব্যবসা চলাকালীন সময়ে লেনদেন নিয়ে মনোমালিন্য শুরু হয়।এই নিয়ে উভয়ের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে ৩১ আগষ্ট রাতে উপজেলার খাঁপুর এলাকায় উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এতে ত জন আহত হয়। আহতদের মধ্যে রওশন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। ইতিপূর্বে আরো দুই বার উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বর্তমানে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এনিয়ে ৩য় দফার মারপিটের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীরা।
এবিষয়ে ইলিয়াসের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।