সারাদেশ

মিঠাপুকুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করেছে ছাত্রলীগ

  আমিরুল কবির সুজন,  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 9 September 2020 , 9:03:48 প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করেছে ছাত্রলীগ

রংপুরের মিঠাপুকুরে তৃতীয় ধাপে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেছে মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের পক্ষে রাণীপুকুর ইউনিয়ন ছাত্রলীগ। মঙ্গলবার এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।

উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শাহরিয়ার রেজা সেলিমের নেতৃত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান, শামিমা আক্তার জেসমিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিব খান, রানীপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান জয়, উপজেলা ছাত্রলীগের কর্মী স্বাধীন আহমেদ, আশিক, সোহেল রানা, হারুন অর রশিদ প্রমুখ।

ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা সেলিম বলেন, আজকের এই কর্মসূচীতে দুইশতাধিক ফলজ, বনজ, ঔষধী চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।