রবি খন্দকার, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: 31 January 2021 , 6:00:18 প্রিন্ট সংস্করণ
রংপুরের মিঠাপুকুরে প্রাণী চিকিৎসকের ভুল চিকিৎসায় গর্ভবতী গাভীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার বাতাসন ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুল চিকিৎসায় মারা যাওয়া ওই গাভীর মালিকের নাম হাসান শাহরিয়ার (২৫)। তিনি উপজেলার লতিবপুর ইউনিয়নের বাতাসন ফতেহপুর গ্রামের মৃত. আহসান হাবিব শাহীনের ছেলে।
জানা গেছে, তার গাভীটি গর্ভবতী। দুয়েক দিনের মধ্যেই বাছুর প্রসব করার কথা ছিল। গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রাণী চিকিৎসক তোফাজ্জল হোসেন প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসানের স্মরনাপন্ন হন শাহরিয়ার।
ওই দিনই ভেটেরিনারি সার্জন তার সহকারী আবির হোসেনকে পাঠিয়ে দেন। তার পরামর্শে ব্যবস্থাপত্র লিখে দেন সহকারী আবির। গাভীর মালিক শাহরিয়ার অভিযোগ করেন, ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর গতকাল শনিবার বিকেলে গাভিটি মারা যায়।
এ ব্যাপারে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ভুল চিকিৎসা দেওয়ার প্রশ্নই ওঠেনা। গাভীর অবস্থা খুবই খারাপ হয়েছিল। অন্য কোথাও চিকিৎসার সময় হয়তো ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল।