রংপুর

মিঠাপুকুরে রাশেক রহমানের শীতবস্ত্র বিতরণ

  রবি খন্দকার, মিঠাপুকুরে রাশেক রহমানের শীতবস্ত্র বিতরণ (রংপুর) প্রতিনিধি 31 January 2021 , 7:39:50 প্রিন্ট সংস্করণ

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আওয়ামী লীগের নেতা ও টিভি টক শো ব্যক্তিত্ব রাশেক রহমান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মিঠাপুকুর উপজেলার মানুষের ভাগ্যের উন্নয়নে এইচএন অাশিকুর রহমান এমপি মহোদয় আজীবন কাজ করে গেছেন, যাচ্ছেন।

গতকাল রোববার সন্ধায় মিঠাপুকরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অানোয়ার সাদাত লেমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান, যুব লীগের যুগ্ম অাহ্বায়ক মোন্নাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের অাহ্বায়ক রফিকুল ইসলাম তুহিন প্রমুখ।

আরও খবর

Sponsered content