আমিরুল কবির সুজন, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 25 August 2020 , 9:59:47 প্রিন্ট সংস্করণ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মঙ্গলবার বিকেলে ভূমি অফিসের সম্প্রসারিত রেকর্ডরুম, অফিস সংস্কার এবং সিসিটিভি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান।
এসময় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) নূরে-ই-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর উপজেলার ভূমি অফিসের রেকর্ডরুম সম্প্রসারণসহ অন্যান্য সংস্কার কার্যক্রমের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সেবা প্রদান কার্যক্রম আরও সহজতর হবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা চত্বর ও ভুমি অফিসের সামনে বৃক্ষরোপন করেন তিনি।