সারাদেশ

মিঠাপুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  আমিরুল কবির সুজন,  মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 20 September 2020 , 7:26:18 প্রিন্ট সংস্করণ

মিঠাপুকুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রংপুরের মিঠাপুকুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শেখ সাদী সরকার ও সাধারন সম্পাদক পদে সবুজ আহম্মেদ বিজয়ী হয়েছেন।

এছাড়াও, সহ-সভাপতি হিসেবে রবি খন্দকার ও যুগ্ম সম্পাদক পদে শামীম আখতার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শাহিন মন্ডল । বিজয়ীরা আগামী দুই বছর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন।

এরআগে আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪ জনের মধ্যে ১৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন ইউএনও মামুন ভূঁইয়া এবং প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হান্নান।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।