মুক্তাগাছা প্রতিনিধি 14 December 2020 , 3:52:24 প্রিন্ট সংস্করণ
মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীনদের জন্য গৃহনির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য যাদের ঘর নেই ও জমি নেই এদের জন্য প্রথম পর্যায় ময়মনসিংহের মুক্তাগাছায় ৫০ টি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।
এরই প্রেক্ষিতে মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামের মৌজায় ৫৭০৩ দাগে ১২ শতাংশ জায়গা ১ নং খাস খতিয়ান ভুক্ত পুরাতন একটি কালীমন্দিরের পাশে জমিটিতে ৪টি বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
গত শনিবার দিবাগত রাতে কে বা কারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পের জায়গায় নতুন করে একটি ঘর নির্মাণ করে এবং ঘরের ভেতরে একটি মূর্তি রেখে দেয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘরটি ভেঙ্গে দেন এবং মূর্তিটিকে পাশের একটি মন্দিরে অক্ষত অবস্থায় রেখে দেন।
এ ঘটনার পর পরই হিন্দু সম্প্রদায়ের দখলবাজ কিছু লোক উগ্রবাদী এবং সাম্প্রদায়িক আচরণ শুরু করেন। তারা উক্ত জায়গায় প্রধানমন্ত্রীর গৃহ নির্মাণ করতে দিবেন না বলে মিছিল করতে শুরু করেন। এ ঘটনায় রোববার রাতে মুক্তাগাছা থানা ও স্থানীয় প্রেসক্লাবে এলাকার হিন্দু সম্প্রদায় হাজির হয়ে এর বিচার দাবি করেন।
মন্দির কমিটির সভাপতি কানাই লাল চক্রবর্তী বলেন, মন্দিরের জায়গায় জোরপূর্বক উপজেলা প্রশাসন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয়। এমনকি তাদের মন্দির ভাংচুর করে কমিটির লোকজনকে হেনস্ত করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে মুক্তাগাছার ইউএনও আব্দুল্লাহ আল মনসুর বলেন, মন্দিরের নির্ধারিত জায়গা বাদ দিয়ে সরকারি খাস খতিয়ানের জায়গাতেই প্রধানমন্ত্রীর তহবিলের গৃহ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। মন্দিরের কোনো মুর্তি ভাঙ্গা হয়নি, শুধু মূর্তি সরিয়ে পুরাতন মন্দিরে রাখা হয়েছে।