সারাদেশ

মেধাবী ছাত্রী মিমির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

  আমিরুল কবির সুজন, মিঠাপুকুর প্রতিনিধি 29 September 2020 , 11:56:27 প্রিন্ট সংস্করণ

মেধাবী ছাত্রী মিমির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের শাল্টিরহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিমি আকতার কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্চা লড়ছেন। মিমির দরিদ্র পিতা আনিছুর রহমান পেশায় একজন দর্জি। মা রানি বেগম অন্যের বাড়িতে কাজ করে। আনিছুর রহমান দর্জির কাজ করে তার স্ত্রী রানী বেগমন্যের বাড়িতে কাজ করে। তাদের সামান্য আয়ে ৫জন ছেলে-মেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়।

তার উপর মেয়ের চিকিৎসা বাবদ ১০ লাখ টাকা যোগাড় করা একেবারেই অসম্ভব পড়েছে। ডা. বলেছেন তার চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে প্রয়োজন। তাই নিরুপায় হয়ে মেধাবী ছাত্রী মিমি আক্তারের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান সহ সর্বস্তরের সাধারণ মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন মিমির অসহায় পিতা আনিছুর রহমান ও মাতা রানী বেগম।

সাহায্য পাঠানোর ঠিকানা ইউসিবি ব্যাংক বনশ্রী শাখা, ঢাকা
মোঃ আনিছুর রহমান, হিসাব নম্বর-১২৬৩০১০০০০২৯৪৫৯ অথবা
বিকাশ নম্বর (পারসোনাল) ০১৩০১৩৬২৫৬৪।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।