সারাদেশ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

  মোস্তাক আহমেদ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ 12 November 2020 , 8:25:23 প্রিন্ট সংস্করণ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

কাউনিয়ায় উপজেলার টেপামধুপুর
ইউনিয়নের হরিচরন শর্মা গ্রামে সৎ বাবা কর্তৃক  মেয়েকে ধর্ষনের অভিযোগে মিজানুর রহমান (৫০) কে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

প্রত্যাক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে টেপামধুপুর ইউনিয়নের হরিচরন শর্মা
গ্রামের শহিদুল ইসলামের মেয়েকে বুধবার রাতে সৎ বাবা মিজানুর রহমান
ধর্ষন করে। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে থানায় খবর দেয়। ইতিপূর্বেও
মিজানুর বেশ কয়েকবার এধরনের জঘণ্য কাজ করেছে বলে জানা গেছে। পরে
মেয়ে বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা করলে পুলিশ সৎ বাবা মিজানুর রহমান কে
আটক করে এবং ধর্ষিতাকে থানায় নিয়ে যান।

ওই মিজানুর রহমান মৃত জামাত আলীর পুত্র বলে জানাগেছে। কাউনিয়া থানার
অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
ধর্ষক মিজানুরকে গ্রেফতার করে   রংপর জেল হাজতে এবং ভিকটিম কে ডাক্তারী পরীক্ষা করার জন্য রংপুর মেডিকেলে পাঠান হয়েছে।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।