আব্দুর রহিম (পায়েল) , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 5 September 2020 , 7:16:47 প্রিন্ট সংস্করণ
আজ শনিবার রংপুরের গঙ্গাচড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাসুদা বেগম (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক মাসুদা উপজেলার মর্ণেয়া ইউনিয়নের শেখপাড়া গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী।
জানা যায়, মশিয়ার ও তার স্ত্রী মাসুদা দীর্ঘদিন থেকে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে।
আজ শনিবার সকালে তারা নিজ বাড়িতে মাদক বিক্রয় কালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাসুদা বেগমকে আটক করে। এসময় তার নিকট হতে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে মাসুদার স্বামী মশিয়ার পালিয়ে যায়। পরে আটক মাসুদাকে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের হাতে সোপর্দ্দ করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটক মাসুদা ও পলাতক মশিয়ারের নামে মামলা হয়েছে। মাসুদাকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে