রংপুর পীরগাছা, প্রতিনিধি 23 August 2020 , 3:53:30 প্রিন্ট সংস্করণ
রংপুরের পীরগাছায় ১০ মামলার আসামি মাদক সম্রাট মজনুকে আটক করেছে পুলিশ। আটক মজনু উপজেলার চন্ডিপুর এলাকার সাত্তার মিয়ার ছেলে।
আজ রবিবার (২৩ আগস্ট) সকালে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শনিবার রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, পীরগাছা থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজনুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পীরগাছা থানার এসআই হুমায়ূন কবির বলেন, মজনু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, মজনুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সে এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তাকে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।