রংপুর প্রতিনিধিঃ 12 February 2021 , 2:58:34 প্রিন্ট সংস্করণ
রংপুরে অফিসার্স প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনাল খেলায় বাংলাদেশ ব্যাংক ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ম্যাচে সিরিজ জয় করে চ্যাম্পিয়ন হয় রংপুর জেলা প্রশাসন ক্রিকেট দল।
সিরিজের শেষ দিনে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাংক ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভার খেলে তারা ১৬৫ রান করতে সক্ষম হয়। খেলার দ্বিতীয় ভাগে রংপুর জেলা প্রশাসন ক্রিকেট দল ৪ বল হাতে রেখে ১৬৬ রান করে সিরিজ জিতে নেয়।
জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান।