আমিরুল কবির সুজন, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 31 August 2020 , 9:15:27 প্রিন্ট সংস্করণ
রংপুর মহানগরীর ক্যাডেট কলেজ থেকে লালবাগ কলেজ পাড়া পর্যন্ত আর সি সি ড্রেন নির্মান কাজের মাধ্যমে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ রংপুরে ব্যাবসায়িক শুভ সুচনা করেছে।
সোমবার (৩১ আগষ্ট) রংপুর মহানগরীর ক্যাডেট কলেজের রাস্তার বিপরিতে ক্যাডেট কলেজ থেকে লালবাগ কলেজ পাড়া পর্যন্ত আর সি সি ড্রেন নির্মান কাজের শুভ সুচনা এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্মাণ কাজের শুভ সুচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্হাপনা পরিচালক, আমিন মোহাম্মদ কনস্ট্রাকশন লিমিটেড মোঃ রমজানুল হক নিহাদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিক প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, প্যানেল মেয়র ফরিদা কালাম, রসিক কাউন্সিলর রহমতুল্লাহ বাবলা, মাহবুবার রহমান মঞ্জু, শামিম আহমেদ, জাকরিয়া আলম শিবলু, রসিক তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এ বি এম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, রংপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমূখ।