বঙ্গ ডেস্কঃ 17 August 2020 , 1:25:50 প্রিন্ট সংস্করণ
রংপুরে সদরে গাছের সঙ্গে ধাক্কায় আপেল মিয়া (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার বিকেলে সদর উপজেলার পুটিমারি -শ্যামপুর রোডে এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, অসুস্থ এক বন্ধুকে দেখার জন্য তিনবন্ধু এক সাথে মোটরসাইকেলে করে যাবার শ্যামপুর স্টেশন রোডে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কিশোর আপেলের মারা যান। নিহত আপেল মিয়া সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের নয়াপুকুর ফাজিল খাঁ গ্রামের রিন্টু মিয়ার ছেলে।
অপরদিকে বর্তমানে আহত অবস্থায় একই ইউনিয়ের ফাজিল খাঁ গ্রামের মৃত শাহজাহান ঘুটুর ছেলে হযরত মিয়া (১৮) ও ভেলু গ্রামের মন্জুরুল মিয়ার ছেলে মোবারক হোসেনকে (১৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রাস্তায় গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুত্বর আহত ও জখম হন তারা। সেখানে থেকে হাসপাতালে নেয়া পথে আপেল নামে এক কিশোর মারা গেছেন। বাকিরা দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।