সারাদেশ

রংপুরে গো-খাদ্যের সংকট ও মূল্য বৃদ্ধি//হতাশায় খামারিরা

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 23 August 2020 , 3:27:06 প্রিন্ট সংস্করণ

রংপুরে গো-খাদ্যের সংকট ও মূল্য বৃদ্ধি//হতাশায় খামারিরা

রংপুরের গঙ্গাচড়ায় বিগত কয়েক মাস থেকে অব্যাহত বৃষ্টি ও তিস্তা নদীর বন্যার কারণে গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এছাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে চাউলের খুদি, গুড়া, ফিডসহ অন্যান্য গো-খাদ্যের মূল্য। এতে হতাশায় ভূগছেন এ উপজেলার গরু খামারিরা।

উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকার গরু পালনকারী হাফিজুল, মান্নান, মজমুল, লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ গ্রামের মোন্নাফ, তাহেরসহ বেশকজন জানান, চলতি বছর অব্যাহত বৃষ্টি ও তিস্তা নদীর বন্যার কারণে চরাঞ্চলসহ অনেক নিচু স্থান পানিতে তলিয়ে ঘাস নষ্ট হয়।

এছাড়া অব্যাহত বৃষ্টির কারণে রোদ না থাকায় বোরো মৌসুমে ধানের খর শুকাতে না পেরে ইরি ধানের খড় নষ্ট হয়ে যায়। ফলে গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। সেই সাথে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধানের খড়,চাউলের খুদি, গুড়াসহ অন্যান্য গো-খাদ্যের দাম। এক মুঠো ধানের খড় বাজারে বিক্রি হচ্ছে ৯টাকা থেকে ১১ টাকা।

গত এক সপ্তাহের ব্যবধানে চাউলের গুড়া বস্তা প্রতি ১শত ও চাউলের খুদি বস্তা প্রতি ২শত টাকা মূল্য বেড়েছে। গো-খাদ্যের সংকট এবং মূল্য বৃদ্ধির কারণে এ উপজেলার বেশীর ভাগ গরু পালনকারী তাদের গরু কম দামে বিক্রি করছেন বলে একাধিক গরু পালনকারী জানান।

আরও খবর

Sponsered content

error: ছি ! ছি !! কপি করার চেষ্টা করবেন না ।